১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি?

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি?

১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হলেো মোট ২৫টি। যেমন: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭। 

যে সংখ্যাকে ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন: ২ সংখ্যাটিকে ১ এবং ২ ব্যাতিত অন্যকোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই ২ সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা। 

এক থেকে একশ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ২৫টি। যেমন: 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97.

মৌলিক সংখ্যাকে সহজে মনে রাখার টেকনিক:

  1. ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি। যথা: ২, ৩, ৫, ৭। 
  2. ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি। যথা: ১১. ১৩. ১৭. ১৯। 
  3. ২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি। যথা: ২৩, ৩৯। 
  4. ৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি। যথা: ৩১, ৩৭। 
  5. ৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি। যথা: ৪১, ৪৩, ৪৭।
  6. ৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি। যথা: ৫৩, ৫৯। 
  7. ৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি। যথা: ৬১, ৬৭।
  8. ৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি। যথা: ৭১, ৭৩, ৭৯। 
  9. ৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি। যথা: ৮৩, ৮৯। 
  10. ৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি। যথা: ৯৭। 

সুতরাং, ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি। 

১০১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি?

১০১-২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ২১টি। যেমন: ১০১. ১০৩, ১০৭, ১০৯, ১১৩, ১২৭, ১৩১, ১৩৭, ১৩৯, ১৪৯, ১৫১, ১৫৭, ১৬৩, ১৬৭, ১৭৩, ১৭৯, ১৮১, ১৯১, ১৯৩, ১৯৭, ১৯৯। 

২০১ থেকে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি?

২০১-৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ১৬টি। যেমন: ২১১, ২২৩, ২২৭, ২২৯, ২৩৩, ২৩৯, ২৪১, ২৫১, ২৫৭, ২৬৩, ২৬৯, ২৭১, ২৭৭, ২৮১, ২৮৩, ২৯৩। 

৩০১ থেকে ৪০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি?

৩০১-৪০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ১৬টি। যেমন: ৩০৭, ৩১১, ৩১৩, ৩১৭, ৩৩১, ৩৩৭, ৩৪৭, ৩৪৯, ৩৫৩, ৩৫৯, ৩৬৭, ৩৭৩, ৩৭৯, ৩৮৩, ৩৮৯, ৩৯৭। 

৪০১ থেকে ৫০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি?

৪০১ থেকে ৫০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ১৭টি। যেমন: ৪০১, ৪০৯, ৪১৯, ৪২১, ৪৩১, ৪৩৩, ৪৩৯, ৪৪৩, ৪৪৯, ৪৫৭, ৪৬১, ৪৬৩, ৪৬৭, ৪৭৯, ৪৮৭, ৪৯১, ৪৯৯। 

৫০১ থেকে ৬০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি?

৫০১ থেকে ৬০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ১৪টি। যেমন: ৫০৩, ৫০৯, ৫২১, ৫২৩, ৫৪১, ৫৪৭, ৫৫৭, ৫৬৩, ৫৬৯, ৫৭১, ৫৭৭, ৫৮৭, ৫৯৩, ৫৯৯। 

৬০১ থেকে ৭০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি?

৬০১ থেকে ৭০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ১৬টি। যেমন: 601, 607, 613, 617, 619, 631, 641, 643, 647, 653, 659, 661, 673, 677, 683, 691.

৭০১ থেকে ৮০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি?

৭০১ থেকে ৮০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ১৪টি। যেমন: 701, 709, 719, 727, 733, 739, 743, 751, 757, 761, 769, 773, 787, 797.

৮০১ থেকে ৯০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি?

৮০১ থেকে ৯০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ১৫টি। যেমন: 809, 811, 821, 823, 827, 829, 839, 853, 857, 859, 863, 877, 881, 883, 887.

৯০১ থেকে ১০০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি?

৯০১ থেকে ১০০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ১৪টি। যেমন: 907, 911, 919, 929, 937, 941, 947, 953, 967, 971, 977, 983, 991, 997.

১ থেকে ১০০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি?

১ থেকে ১০০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ১৬৮টি। যেমন:

2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97, 101, 103, 107, 109, 113, 127, 131, 137, 139, 149, 151, 157, 163, 167, 173, 179, 181, 191, 193, 197, 199, 211, 223, 227, 229, 233, 239, 241, 251, 257, 263, 269, 271, 277, 281, 283, 293, 307, 311, 313, 317, 331, 337, 347, 349, 353, 359, 367, 373, 379, 383, 389, 397, 401, 409, 419, 421, 431, 433, 439, 443, 449, 457, 461, 463, 467, 479, 487, 491, 499, 503, 509, 521, 523, 541, 547, 557, 563, 569, 571, 577, 587, 593, 599, 601, 607, 613, 617, 619, 631, 641, 643, 647, 653, 659, 661, 673, 677, 683, 691, 701, 709, 719, 727, 733, 739, 743, 751, 757, 761, 769, 773, 787, 797, 809, 811, 821, 823, 827, 829, 839, 853, 857, 859, 863, 877, 881, 883, 887, 907, 911, 919, 929, 937, 941, 947, 953, 967, 971, 977, 983, 991, 997.

আরো পড়ুন: 

সংখ্যায় কমা দেওয়ার নিয়ম


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link